গাজায় ৬০ দিনের অস্ত্রবিরতি শর্ত মেনে নিয়েছে ইসরাইল

যুদ্ধবিধ্বস্ত গাজার একটি অঞ্চল
বিদেশে এখন
0

অবরুদ্ধ গাজা উপত্যকায় ৬০ দিনের অস্ত্রবিরতির শর্ত মেনে নিয়েছে ইসরাইল। আজ (বুধবার, ২ জুলাই) ভোরে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শর্তগুলো কী, সেটি স্পষ্ট করেননি তিনি।

নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, যুদ্ধে ইতি টানতে সব পক্ষের সাথেই কাজ করছে যুক্তরাষ্ট্র। শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে কাতার আর মিসরও। এ সময় গাজার শাসকদল হামাস শর্তে রাজি না হলে পরিস্থিতি আরও ভয়াবহ বলেও সতর্ক করেন ট্রাম্প।

সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে ইসরাইল প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে। এ সময়ে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব।’

তিনি লিখেছেন, ‘কাতারি ও মিসরীয়রা শান্তি আনয়নে অনেক কষ্ট করেছে। তারা এটির চূড়ান্ত প্রস্তাব দেবে। আমি আশা করি, মধ্যপ্রাচ্যের ভালোর জন্য, হামাস এ চুক্তি গ্রহণ করবে।’

গত কয়েক মাস ধরে ইসরাইলের সঙ্গে হামাসের ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির আলোচনা চলছে। যেটির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ। সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের তথ্যানুযায়ী, ট্রাম্প হয়ত সে প্রস্তাবের বিষয়েই ইঙ্গিত দিয়েছেন।

যদিও হামাস অস্ত্রবিরতিতে সম্মতি দেবে কি না, তা এখনও স্পষ্ট নয়। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের বিরামহীন হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে কমপক্ষে ৫৭ হাজার ফিলিস্তিনির।

এএইচ