‘যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক প্রধান জেরোমি পাওয়েলের পদত্যাগ করা উচিত’

জেরোমি পাওয়েল ও ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

অবিলম্বে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক প্রধান জেরোমি পাওয়েলের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ফেডারেল রিজার্ভ চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত করতে কংগ্রেসের প্রতি আহ্বানও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার (২ জুলাই) ট্রুথ স্যোশালে এক বার্তায় এমন বিস্ফোরক মন্তব্য করেন ট্রাম্প।

গেল জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পরই প্রকট হয় মার্কিন প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় ব্যাংক প্রধানের মধ্যে দ্বন্দ্ব। ঋণের ওপর দ্রুত সুদের হার কমানোর জন্য বারবার আহ্বান জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

তবে মূল্যস্ফীতি বাড়ার পাশাপাশি অর্থনীতির প্রবৃদ্ধি কমে যাওয়ার ঝুঁকি থাকায় এমন পদক্ষেপ নিতে নারাজ জেরোমি পাওয়েল।

সেজু