যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গুয়াডালুপে নদীর ধারের এই মিসটিক ক্যাম্পে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে এসেছিল একদল শিশু। যদিও তারা জানতো না কী বিপর্যয় অপেক্ষা করছে তাদের সামনে।
বৃষ্টির তোড়ে নদীর পানি লোকালয়ে ঢোকার একদিন পরও মেলেনি শিশুদের সন্ধান। উদ্ধার কর্মীদের একাধিক ইউনিট নিরবচ্ছিন্নভাবে অভিযান চালিয়ে প্রায় ৮শ' বন্যা দুর্গতকে উদ্ধার করলেও, এখনো নিখোঁজ অনেকেই।
স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বুঝতে পারছিলাম না আমাদের কী করা উচিত। পরিস্থিতির কোনো উন্নতি চোখে পড়ছে না। পানি আরো বাড়তে পারে।’
আরেকজন বলেন, ‘আতঙ্কে আমার কান্না আসছে। এক দিন আগে এখানেই বাচ্চারা পানি দিয়ে খেলা করছিল। এখন আর কিছুই নেই, সব শেষ।’
এমন পরিস্থিতির মধ্যে আশঙ্কার পাল্লা আরও বাড়িয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী সপ্তাহে টেক্সাসের মধ্যাঞ্চলে আবারো আঘাত হানতে পারে আকস্মিক বন্যা।
পাশপাশি, আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস থাকায় বিগড়ে যেতে পারে বন্যা পরিস্থিতিও। তাই শুক্রবারের (৪ জুলাই) পর বৃষ্টিপাতের পরিমাণ সর্বোচ্চ কমে গেলেও নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই টেক্সাস কর্তৃপক্ষের।
এমন সংকটে অঙ্গরাজ্যজুড়ে আপদকালীন জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট। টেক্সাসের বন্যা পরিস্থিতিকে সরকারিভাবে জাতীয় দুর্যোগ ঘোষণার দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। স্টেট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে পরিস্থিতি মোকাবিলায় সহায়তার আশ্বাস দিয়েছেন ট্রাম্প।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, ‘বন্যা কবলিত প্রতিটি ব্যক্তিকে উদ্ধারে আমরা নিরলসভাবে কাজ করছি। যতক্ষণ পর্যন্ত নিখোঁজ শেষ ব্যক্তির সন্ধান না পাবো, এই অভিযান চলবে। আজ (রোববার, ৬ জুলাই) বা কাল অভিযান শেষ হবে এমন নিশ্চয়তা দিতে পারছি না। উদ্ধার অভিযান শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না।’
রয়টার্স জানায়, গেল এক মাস টানা বৃষ্টি আর সবশেষ বৃহস্পতিবারের (৩ জুলাই) অতিবৃষ্টিতে টেক্সাসের গুয়াডালুপে নদীর পানি একপর্যায়ে ২৯ ফুট পর্যন্ত বেড়ে লোকালয়ে ঢুকে পড়ে। এতে বেশি ক্ষতির মুখে পড়ে কার কাউন্টি।
অতিবৃষ্টিতে এমন আকস্মিক বন্যা দেখা দিলেও যুক্তরাষ্ট্রের সমুদ্র ও আবহাওয়া বিষয়ক সংস্থার সাবেক প্রধানের অভিযোগ, মার্কিন আবহাওয়া দপ্তরে কর্মী ছাটাইয়ে বন্যার আগাম পূর্বাভাস দেয়া সম্ভব হয়নি।
এনওএএর সাবেক পরিচালক ড. রিক স্পিনর্যাড বলেন, ‘আমি ধারণা করছি, যে যার দায়িত্ব পালন করেছে। কিন্তু কোন পরিস্থিতিতে কাজ হয়েছে বলতে পারবো না। আবহাওয়ার পূর্বাভাস দেয়া অফিসগুলো পর্যাপ্ত লোকবল নিয়োগ করছে না। যার অর্থ, আপনি কর্মীদের ওপর অতিরিক্ত চাপ দিচ্ছেন। টেক্সাসে যে দুর্যোগ দেখা গেল তার পূর্বাভাস সময়মত পাওয়া গেছে কি না- এরসঙ্গে কর্মী সংকটের বিষয়টি জড়িত থাকতে পারে।’
এদিকে, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় ভারতের হিমাচল প্রদেশের ৩ জেলায় লাল সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। কাংগ্রা, সিরমাউর, মান্ডিতে ভূমিধসের আশঙ্কায় বন্ধ আছে ২৪০টি গুরুত্বপূর্ণ সড়ক।
দুই সপ্তাহে রাজ্যটিতে আর্থিক ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭শ' কোটি রুপিতে। গেলো বছর বর্ষায়ও জলাবদ্ধতা, ভূমিধস ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রাজ্যটিতে। প্রাণ যায় সাড়ে ৫শ'র বেশি স্থানীয় বাসিন্দার।
অন্যদিকে, বিপৎসীমার ওপর দিয়ে বইতে থাকা প্রায় ৩শ' নদীর পানি লোকালয়ে ঢোকার আশঙ্কা আর উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যার মধ্যেই টাইফুন 'ডানা' মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন চীনের ফুজিয়ান উপকূলের বাসিন্দারা।
স্থানীয় সময় আজ (রোববার, ৬ জুলাই) চীনের উপকূলীয় রাজ্যে আঘাত হানতে পারে বছরের চতুর্থ এই টাইফুনটি। মাছ ধরার জায়গায় টহল বাড়ানো, নৌকা নোঙর ছাড়াও উদ্ধার অভিযানের জন্য প্রস্তুত রাখা হয়েছে বেশকিছু জাহাজ।