ইমরান খানের মুক্তির দাবিতে ৫ আগস্ট থেকে পাকিস্তানজুড়ে পিটিআই’র আন্দোলনের ডাক

আন্দোলনের ডাক দিয়েছে ইমরান খানের দল  তেহরিক-ই-ইনসাফ
বিদেশে এখন
0

আগামী ৫ আগস্ট পাকিস্তানের সাবেক ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী এ আন্দোলন করা হচ্ছে। গতকাল শনিবার (১৩ জুলাই) লাহোর শহর থেকে আন্দোলন শুরুর ঘোষণা দেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর।

লাহোরের রাইউইন্দ এলাকায় দলের নেতাদের একটি বৈঠকে গান্দাপুর বলেন, ‘এ আন্দোলনকে কীভাবে ৫ আগস্ট চূড়ান্ত রূপ দেয়া যায়, এ বিষয়ে পিটিআইকে চিন্তাভাবনা করতে হবে।’

পিটিআইয়ের আন্দোলনের সময় অস্ত্র বহন করবেন বলে জানিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী গান্দাপুর। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ওয়াকাস আকরাম বলেন, ‘তিনি আত্মরক্ষার খাতিরে এ কথা বলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন, সবারই আত্মরক্ষার অধিকার রয়েছে।’

গান্দাপুরের এই বক্তব্যের আগে ৫ আগস্ট আন্দোলনকে চরম পর্যায়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন কারাবন্দী ইমরান খান। এদিন তার কারাগারে থাকার দুই বছর পূরণ হবে। কারাগার থেকেই এই আন্দোলনের নেতৃত্ব দেবেন ইমরান খান। এতে যোগ দেবে ইমরান খানের পরিবারের সব সদস্যরা।

পিটিআই মুখপাত্র জানান, প্রথম ধাপে পাকিস্তানের বিভিন্ন প্রদেশ ও জেলাগুলোতে বিক্ষোভ সমাবেশ করা হবে। বড় ধরনের জমায়েতের আশা করছে দলটি। যেকোনো বাধা অতিক্রম করে এই আন্দোলনকে সফল করতে মরিয়া দলের নেতাকর্মী ও সমর্থকেরা।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এর পরের বছর নানা অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে আছেন তিনি।

ইএ