গত বছর ডিসেম্বরে সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকেই দেশটিতে অর্থনৈতিক পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছেন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। কাজ করছেন সিরিয়াকে বিশ্বের বুকে নতুন রূপে উপস্থাপনের জন্য। সেই লক্ষ্যে গত কয়েক মাস ধরেই আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক পুনরায় চালু করায় উদ্যোগী হন তিনি।
এবার সেই পথে কিছুটা এগিয়েছেন সিরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট। দেশটির তারতুস সমুদ্র বন্দর পুনর্গঠনের দায়িত্ব নিয়েছে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এ নিয়ে রোববার দামেস্কে তারতুস বন্দর কর্তৃপক্ষ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে ৮০ কোটি ডলারের চুক্তি সাক্ষরিত হয়। দেশটির সংবাদমাধ্যম সানার বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আল-জাজিরা।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার গুরুত্বপূর্ণ এ সমুদ্র বন্দরের পুনর্গঠনের পদক্ষেপকে দেশটির উন্নয়নের অন্যতম মাইলফলক বলছে সিরিয়ান কর্মকর্তারা। চুক্তি স্বাক্ষরের পর, সিরিয়ার অর্থনৈতিক সম্ভাবনা এখনো শক্তিশালী বলে প্রশংসা করেন ডিপি ওয়ার্ল্ডের নির্বাহী প্রধান সুলতান আহমেদ বিন সুলায়েম।
৬টি মহাদেশের ৪০ দেশে ৭৭ টি সামুদ্রিক বন্দর ও অভ্যন্তরীণ টার্মিনাল নিয়ন্ত্রণে রয়েছে এই ডিপি ওয়ার্ল্ডের কাছে। প্রতিষ্ঠানটি ভারত, পাকিস্তানসহ এশিয়া ও মধ্যপ্রাচ্যে নিজেদের কার্যক্রম বাড়িয়েছে কয়েকগুণ।
এর আগে গেলো মে মাসে সিরিয়ার লাতাকিয়া পোর্ট পুনর্গঠনের দায়িত্ব নেয় ফ্রান্স ভিত্তিক কোম্পানি সিএমএ। একইমাসে কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ৭ বিলিয়ন ডলারের এনার্জি বিল সাক্ষর করে সিরিয়া।
এ পরিস্থিতিতে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে সিরিয়াকে পুনর্গঠনে আর্থিক সহায়তারও ঘোষণা দেন তিনি।
গৃহযুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত কয়েক দশকে পশ্চিমা নিষেধাজ্ঞায় অর্থনীতির দৈন দশা দেখা দিয়েছে সিরিয়ায়। তবে বাশার আল আসাদের পতনের পর অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করছেন বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা।