যুক্তরাজ্যের লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে বিমান চলাচল। বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি। রোববার বিকেল ৪টায় ১২ মিটারের ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তবে বিমানে কতজন আরোহী ছিলেন তা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী। কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আসে আগুন। প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি ঘন ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে যায় চারপাশ।
বিমানটি গ্রিসের এথেন্স থেকে ক্রোয়েশিয়ার পুলা হয়ে সাউথএন্ডে অবতরণ করেছিল। একইদিন সন্ধ্যায় বিমানটির ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল লেলিস্টাড বিমানবন্দরে।