দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল

দাবানলে পুড়ছে বনাঞ্চল
বিদেশে এখন
1

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অ্যারিজোনা, কলোরাডো, নিউ মেক্সিকো ও ইউটাহ অঙ্গরাজ্যের বেশ কিছু অঞ্চল।

গেলো কয়েকদিনে দাবানলে শুধু অ্যারিজোনায় পুড়ে গেছে প্রায় ৫ হাজার ৭০০ একর বনাঞ্চল।

সব মিলিয়ে এই চার অঙ্গরাজ্যে পুড়েছে ৪৯ হাজার একর ভূমি। যুক্তরাষ্ট্রের পাশাপাশি দাবানলে পুড়ছে কানাডার টরেন্টো প্রদেশের বেশ কিছু অঞ্চল।

এতে কালো ধোঁয়ায় ছেড়ে গেছ টরেন্টোর অন্টারিওসহ বেশ কিছু শহর। দূষণ ছড়িয়েছে সেখানকার বাতাসে।

এতে পরিবেশে বিপর্যয় নেমে আসতে পারে বলে শঙ্কা দেশটির আবহাওয়াবিদদের।

সেজু