গতকাল পেংগু দ্বীপপুঞ্জে সেনাবাহিনী লাইভ ফায়ার মহড়া পরিচালনা করে তারা।
মহড়ায় সেনারা ক্ষেপণাস্ত্র, মেশিন গান এবং গোলা নিক্ষেপ করে সামুদ্রিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। একইসঙ্গে মাতসু দ্বীপপুঞ্জের আশেপাশেও নৌ মহড়া চালায় তাইওয়ানের বাহিনী।
এতে ব্যবহৃত হয় স্পিডবোট, ড্রোন ও মর্টার। এর আগে যুক্তরাষ্ট্রের দেয়া হিমার্স রকেটের প্রশিক্ষণ ও বিশেষ লজিস্টিক্স অনুশীলন চালায় তাইওয়ানের সেনারা।
বার্ষিক হান কুয়াং মহড়ার ৪১তম এই আয়োজন এ যাবৎকালের সবচেয়ে বড় মহড়া যা চীনের সামরিক তৎপরতা প্রতিক্রিয়ায় পরিচালিত হচ্ছে।