ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী কমেছে ৭০-৮০ শতাংশ

যুক্তরাষ্ট্রে ভিসা জটিলতায়
বিদেশে এখন
0

ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক ভারতের শিক্ষার্থীদের হার কমেছে ৭০ থেকে ৮০ শতাংশ। দেশটির এডুকেশন কনসালট্যান্টদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে এনডিটিভি। যেখানে বলা হয়, ট্রাম্প ক্ষমতায় আসার পরই মার্কিন দূতাবাসে ইন্টারভিউয়ের স্লট পাচ্ছেন না শিক্ষার্থীরা। এছাড়াও নানান ইস্যুতে ভিসা রিজেকশনের হারও বেড়েছে কয়েকগুণ। যদিও মার্কিন কর্তৃপক্ষ বলছে, সংকট সমাধানের চেষ্টা চালাচ্ছেন তারা।

উচ্চ শিক্ষার জন্য বিশ্বজুড়ে বিদেশি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র। শিক্ষার মান, আন্তর্জাতিক স্বীকৃতি ও জ্ঞান চর্চার বিস্তৃত সুযোগ থাকায় মূলত দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নের স্বপ্ন বিভোর শিক্ষার্থীরা।

বাইডেন আমলে বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করতে পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে। তবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ভিসা জটিলতাসহ নানান ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিদেশি শিক্ষার্থী যাওয়া কমেছে কয়েকগুণ।

যার অন্যতম ভুক্তভোগী ভারতের শিক্ষার্থীরা। গত ছয় মাসে ভারত থেকে আমেরিকায় পড়তে যাওয়া শিক্ষার্থীর হার কমেছে ৭০ থেকে ৮০ শতাংশ। ভারতের এডুকেশন কনসালট্যান্টদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করে এনডিটিভি।

যেখানে বলা হয়, দেশটিতে থাকা মার্কিন দূতাবাসে ইন্টারভিউয়ের জন্য স্লট খালি না পাওয়ায় রীতিমতো স্থবির হয়ে পড়েছে শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম। এছাড়াও যারা ভিসার জন্য ইন্টারভিউ দিচ্ছেন তাদের রিজেকশনের হারও বেশি।

যদিও সংকট সমাধানের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। ধাপে ধাপে ভিসা প্রক্রিয়ার স্লট খোলা কথা জানায় তারা। তবে এ নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীরদের। ফলে যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন কানাডা, অস্ট্রেলিয়াসহ ইউরোপের অন্যান্য দেশ।

গেলো বছর ভারত থেকে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। যা চীনের থেকেও উল্লেখযোগ্য হারে বেশি।

সেজু