একই দিন জাতির উদ্দেশ্যে দেয়া এক বক্তব্য জেলেনস্কি জানান, যুদ্ধবিরতির জন্য প্রস্তুত রয়েছে কিয়েভ। তবে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে চান তিনি।
ক্রেমলিন জানায়, শান্তিচুক্তি ইস্যুতে মস্কোকে আরও গতিশীল পদক্ষেপ নিতে হবে। এদিকে ইউক্রেনে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। শনিবারও বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা করে মস্কোর সেনারা।