জাপানের উচ্চকক্ষে শাসক জোটের পরাজয়; চাপের মুখে প্রধানমন্ত্রী ইশিবা

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা
বিদেশে এখন
0

জাপানের শাসক জোট দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এতে সরাসরি ক্ষমতা না হারালেও তীব্র চাপের মুখে পড়লেন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। তবুও আপাতত পদত্যাগের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। এদিকে, উচ্চকক্ষে ক্ষমতাসীনদের পরাজয়ে অবাক হননি বলে জানিয়েছেন দেশটির জনগণ।

শঙ্কাই সত্যি হলো। রোববার (২০ জুলাই) তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারালো জাপানের বর্তমান ক্ষমতাসীন জোট সরকার। ২৪৮ আসনের উচ্চকক্ষে নিয়ন্ত্রণ ধরে রাখতে শাসক জোটের ৫০টি আসন প্রয়োজন থাকলেও জয় পেয়েছে মাত্র ৪৭টি। প্রধান বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্র্যাটিক পার্টি একাই পেয়েছে ২২টি আসন।

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং মার্কিন শুল্কের হুমকি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি – এলডিপি এবং তাদের অংশীদার কোমেইতো জোটের বিরুদ্ধে অনাস্থা তৈরি হয় দেশটির জনগণের। পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনের মাধ্যমে তা বুঝিয়ে দিয়েছেন তারা। এতে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার অবস্থান আরও নড়বড়ে হয়ে পড়ায় মোটেও অবাক হননি বলে জানিয়েছেন জাপানি ভোটাররা ।

একজন ভোটার বলেন, ‘আমি অবাক হাইনি। কারণ আমি মনে করি ট্রাম্পের ক্ষোভ এবং চালের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে না পারা ক্ষমতাসীন দলের বড় ব্যর্থতা। ক্ষমতাসীন দল যদি এসব সমস্যাগুলো সমাধান করতো তাহলে তাদের সমর্থন বাড়তো। প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা কিছুটা পথভ্রষ্ট। তার চিন্তাভাবনা এলোমেলো। আমি মনে করি সরকারের উচিত আরও কার্যকর উপায়ে কর আরোপ করা। যারা অনেক উপার্জন করছেন তাদের উপর কর আরোপ করা উচিত। আর কম উপার্জনকারীদের জন্য সুবিধা বাড়ানো।’

এর আগে গত বছর দেশটির শক্তিশালী নিম্নকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা হারানোয় আগে থেকেই অগ্নিপরীক্ষার মুখোমুখি ছিলেন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। এবার উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারানোয় ইশিবার প্রশাসনের সরাসরি পতন না হলেও, ব্যাপক চাপের সম্মুখীন হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এমন পরিস্থিতিতেও পদত্যাগের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।

প্রতি তিন বছরে উচ্চকক্ষের ২৪৮ আসনের মধ্যে ১২৪টি আসনে ভোট হয়। সেই হিসেবে নির্বাচনের এই ফলের পর উচ্চকক্ষে ইশিবার লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপি ও জোটের শরিক কোমেইতোর মোট আসন দাঁড়িয়েছে ১২২টি।

ইএ