স্থানীয় সময় সোমবার (২১ জুলাই) পোস্ট করা ওই ভিডিওতে দেখা গেছে, হোয়াইট হাউজে গিয়ে ট্রাম্পের সামনে থেকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তার করছে এফবিআই। এছাড়া ওই ভিডিওতে ওবামাকে জেলখানায় কমলা পোশাকেও দেখা গেছে।
এমন এক সময় এই এআই ভিডিও সামনে এলো যখন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড দাবি করেছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ে রাশিয়ার প্রভাব সম্পর্কিত গোয়েন্দা তথ্য জাল ও বিকৃত হয়েছিল ওবামা প্রশাসনের সময়েই।
গ্যাবার্ড বলেন, ‘১১৪ পৃষ্ঠার একটি ইমেইল নথি থেকে জানা গেছে, ওবামা প্রশাসনের জাতীয় নিরাপত্তা মন্ত্রীসভা ইচ্ছা করে গোয়েন্দা বিশ্লেষণ বিকৃত করেছিল। যাতে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক তুলে ধরা যায়।’