এ সময় ইরানের সেনাবাহিনীর একটি উড়োজাহাজ থেকে মার্কিন যুদ্ধজাহাজটিকে গতিপথ বদলাতে বলা হয়। এরপর বেশ কয়েকবার সতর্কবার্তা দিয়ে বলা হয়, যুদ্ধজাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে আসছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের রণতরীটি উপসাগরের দক্ষিণ দিকে গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়।
এদিকে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, এ ঘটনায় ইরানের পক্ষ থেকে নিরাপদ ও পেশাদার আচরণ করা হয়েছে।