স্থানীয় সময় আজ (বুধবার, ১৩ আগস্ট) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজস্থানের চুরু জেলায় অবস্থিত সালাসার বালাজি মন্দির থেকে দুটি পিকআপ ভ্যানে করে ফিরছিলেন ভক্তরা।
এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায় একটি পিকআপ ভ্যান। ঘটনাস্থলেই মারা যান বেশ কয়েকজন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, হতাহতরা সবাই উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার সময় পিকআপ ভ্যানে কয়েক ডজন যাত্রী ছিল।