উত্তর পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়িয়েছে তিন শতাধিক

পাকিস্তানে বন্যা পরিস্থিতি
পরিবেশ ও জলবায়ু
বিদেশে এখন
0

উত্তর পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়িয়েছে তিন শতাধিক। যার মধ্যে খাইবার পাখতুনখোয়া প্রদেশেই মারা গেছেন দুই শতাধিক মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান চালানোর সময় খাইবার পাখতুয়ান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন পাঁচজন। পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি সভা ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

সম্প্রতি অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় পাকিস্তানে কয়েকশ' মানুষের প্রাণহানি হয়েছে। তবে শুক্রবারের ঘটনা যেনো আগের সব পরিস্থিতিকে ছাড়িয়ে গেছে। লণ্ডভণ্ড করে দিয়েছে পাকিস্তানের উত্তরাঞ্চলের অনেক এলাকা। মেঘ বিস্ফোরণ ও ভারি বৃষ্টির কারণে তীব্র পানির স্রোতে মুহূর্তেই তলিয়ে যায় একের পর এক এলাকা। শুক্রবারই দুই শতাধিক মৃত্যুর খবর নিশ্চিত করে পাকিস্তানের গণমাধ্যম। শনিবার সকালে এ সংখ্যা ছাড়িয়ে যায় তিন শতাধিক।

খাইবার পাখতুনখোয়া প্রদেশেই মারা গেছেন দুই শতাধিক মানুষ। বাকিদের বেশিরভাগ গিলগিট-বালতিস্তান প্রদেশ এবং আজাদ জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। বন্যাকবলিত এলাকায় উদ্ধার অভিযান চালাতে গিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারের ৫ ক্রুর মৃত্যু হয়েছে।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় অনেক বাড়িঘর ভেসে গেছে। সড়ক তলিয়ে যাওয়ায় এবং টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশ কয়েকটি এলাকায় যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্গম এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বেশ কয়েকটি হেলিকপ্টার।

আরও পড়ুন:

এমন পরিস্থিতিতে জরুরি সভা ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ইসলামাবাদ থেকে বন্যাকবলিত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। বেশি দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার ওপরও জোর দেন তিনি। এদিকে রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশে শোক পালনের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী আলী আমিন।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলা। এখানে শুক্রবারই ৯১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বন্যায় নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সম্প্রতি অনেক বেশি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি বিশ্ব। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি পাকিস্তান। চলতি বছর গ্রীষ্মকালের শুরু থেকেই অস্বাভাবিক বন্যা ও বৃষ্টি দেখছে পাকিস্তান। এতে অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে ১৫৯ জনই শিশু।

পাঞ্জাব প্রদেশে গত বছরের তুলনায় এবছর ৭৩ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। এর আগে ২০২২ সালের বন্যায় দেশটির এক তৃতীয়াংশ প্লাবিত হয়। সেবছর ১৭০০ মানুষের মৃত্যু দেখে পাকিস্তান।

সেজু