পুলিশ জানায়, ভোর ৩টা ৩০ মিনিটে ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় অবস্থিত ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’ নামের একটি ক্যারিবিয়ান বার ও রেস্টুরেন্টে একাধিক বন্দুকধারী গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন পুরুষ মারা যান। নিহতদের মধ্যে দুইজনের বয়স যথাক্রমে ২৭ ও ৩৫ বছর; অপরজনের বয়স এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গুলিবিদ্ধ অপর আটজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবাই বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন নিউ ইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ।
কমিশনার টিশ জানান, গুলির ঘটনার পেছনে কোনো ব্যক্তিগত বিবাদ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত চলছে।
ঘটনার সময় বারটির ভেতরে অবস্থান করছিলেন ৪০ বছর বয়সী ম্যারি ডেজির। তিনি বলেন, ‘আমি টেবিলে বসে ছিলাম, হঠাৎ গুলির শব্দ শুনে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। আমি দৌড়ে বাইরে বের হয়ে আসি। তখন মনে হচ্ছিল, আজই বুঝি আমার মৃত্যু হবে।’
আরেক প্রত্যক্ষদর্শী জানান, গুলির শব্দ শোনার পর রাস্তায় ছুটে গিয়ে দেখেন, একাধিক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কারও কারও মুখে ছিল চিৎকার ও কান্না।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পাশের একটি সড়ক থেকে একটি আগ্নেয়াস্ত্রও পাওয়া গেছে, যা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।
‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’ বারটি হাইতিয়ান খাবার ও ক্যারিবিয়ান সংস্কৃতির বিনোদনমূলক আয়োজনের জন্য পরিচিত। বারের ঠিক অদূরে রয়েছে নিউ ইয়র্ক ট্রানজিট পুলিশের একটি স্টেশন।
এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রে এখন প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। ২০২৫ সালের শুরু থেকে জুলাই শেষ পর্যন্ত দেশটিতে অন্তত ২৬৮টি মাস শুটিংয়ের ঘটনা ঘটেছে, যাতে ২৬২ জন নিহত এবং ১ হাজার ১৬১ জন আহত হয়েছেন।
সম্প্রতি নিউ ইয়র্কের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এনওয়াইপিডি পুলিশ অফিসার দিদারুল ইসলাম। দায়িত্ব পালনকালে এক বন্দুকধারীর গুলিতে তিনি প্রাণ হারান।