যদিও হামলা দুটির যোগসূত্র আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির উত্তরাঞ্চলীয় শহর আন্টোকিয়া ও পশ্চিমাঞ্চলীয় শহর কালিতে দুটি হামলা চালানো হয়।
হামলাকারীর তথ্যের বিনিময়ে ১০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছেন কালি শহরের মেয়র। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর দাবি, হামলার পেছনে রয়েছে গেরিলা গোষ্ঠী 'ফার্ক'।
আরও পড়ুন:
আগামী বছর কলোম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এর আগে দেশজুড়ে বাড়ছে সন্ত্রাসী হামলা।
সবশেষ গেলো জুনে বামপন্থি গেরিলাদের বোমা হামলায় কালি শহরে প্রাণ হারান কমপক্ষে ৭ জন।