শিকাগোতে সেনা মোতায়েনের পরিকল্পনা পেন্টাগনের

পেন্টাগন
বিদেশে এখন
0

নথিপত্রবিহীন অভিবাসী ও এর জেরে অপরাধ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের শিকাগোতে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে পেন্টাগন। গতকাল শনিবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটন পোস্ট।

বিবৃতিতে পেন্টাগন জানায়, শিকাগো শহরের সরকারি সম্পদ রক্ষায় সেনা মোতায়েন করা হবে সেখানে। এর অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরের মধ্যে কয়েক হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হবে।

আরও পড়ুন:

এর আগে, শুক্রবার (২২ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘শিকাগো শহর অপরাধে ছেয়ে গেছে।’ এছাড়া শহরটির মেয়রের সমালোচনাও করেন তিনি।

এসএইচ