স্থানীয় সময় মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে স্পেসএক্সের স্টারবেস থেকে আকাশে ওড়ে ৪০৩ ফুট উঁচু এই দৈত্যাকার রকেট।
নির্ধারিত সময়েই রকেটের উপরের অংশটি আলাদা হয়ে যায় নিচের 'সুপার হেভি' বুস্টার থেকে। তবে এবার ভূমিতে না ফিরে, বুস্টারটি পরীক্ষামূলকভাবে অবতরণ করে মেক্সিকো উপসাগরের পানিতে।
আরও পড়ুন:
স্টারশিপ এরপর পাড়ি দেয় মহাকাশে, গন্তব্য ভারত মহাসাগর। মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার পথে, প্রচণ্ড তাপমাত্রা সহ্য করে সফলভাবে স্প্ল্যাশডাউন করে রকেটটি—যা আগের যাত্রা থেকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল।
আরও এক বড় সাফল্য এসেছে স্যাটেলাইট মোতায়েনের পরীক্ষায়। প্রথমবারের মতো স্টারশিপ থেকে পরীক্ষামূলক স্টারলিংক স্যাটেলাইটের অনুকরণে স্যাটেলাইট ছোঁড়া হয়, যা এর আগে একাধিকবার ব্যর্থ হয়েছিল।