চীনের তিয়ানজিনে রোববার থেকে শুরু হতে যাচ্ছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিওর সম্মেলন। ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের কৌশল আর শুল্কারোপ নিয়ে যখন পুরো বিশ্বে হইচই পড়ে গেছে এমন সময়ে এসে এই সম্মেলনে এক মঞ্চে মিলিত হবেন বিশ্বের তিন পরাশক্তি দেশ রাশিয়া, চীন আর ভারতের সরকার প্রধান। তার তাই পুরো বিশ্বের চোখ এখন এসসিও সম্মেলনের মঞ্চে।
সম্মেলনের সাইডলাইনে সোমবার বৈঠক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন পুতিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। জানান, আগামী ডিসেম্বরে ভারত সফর করবেন ভ্লাদিমির পুতিন। সোমবারের বৈঠকে তার প্রস্তুতি নিয়েই আলোচনা হবে।
আরও পড়ুন:
উশাকভ আরও জানান, চলতি বছর তিয়ানজিনে প্রথমবারের মতো সাক্ষাৎ করবেন পুতিন ও মোদি। যদিও টেলিফোনে তাদের নিয়মিতই যোগাযোগ হয়।
বার্ষিক সম্মেলন ও ব্রিকস সম্মেলনে যোগ দিতে গত বছর দুইবার রাশিয়া সফরে যান ভারতের প্রধানমন্ত্রী। আর এবারের বার্ষিক সম্মেলনে যোগ দিতে পুতিন নিজেই আসছেন নয়াদিল্লি।
এমন সময়ে পুতিনের ভারত সফরের ঘোষণা এলো যখন রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে নানা পদক্ষেপ নিয়েও সফল হতে না পারায় ভারতের ওপর এ শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমারা। এরপর থেকে চীন ও ভারতই হয়ে ওঠে রাশিয়ার জ্বালানি তেলের অন্যতম বড় ক্রেতা।