আফগানিস্তানে ভূমিকম্প: প্রতি পাঁচ মিনিটে একজন আহত আসছেন—বলছেন চিকিৎসক

ভূমিকম্পের পর আফগানিস্তানের হাসপাতালে বাড়ছে হতাহতের সংখ্যা
বিদেশে এখন
0

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের একটি হাসপাতালের চিকিৎসক বলেছেন, প্রতি পাঁচ মিনিটে একজন আহত আসছে।

আফগানিস্তানের কুনার প্রদেশের রাজধানীর প্রধান হাসপাতালের চিকিৎসক মুলাদাদ জানিয়েছেন, ভূমিকম্পের পর তিনি সারারাত ঘুমাতে পারেননি। হাসপাতালটিতে আহতদের চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন তিনি।

তিনি বলেন, ‘পুরো হাসপাতাল আহতদের দিয়ে পূর্ণ হয়ে গেছে। প্রতি পাঁচ মিনিটে একজন করে আহত হাসপাতালে আসছে চিকিৎসার জন্য।’

এই চিকিৎসকের দেয়া তথ্যানুযায়ী, গত কয়েক ঘণ্টায় নারী ও শিশুসহ ১৮৮ জন আহত হাসপাতালটিতে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘হাসপাতালে কোনো শয্যা খালি নেই। ফলে অনেক আহত রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।’ ডা. মুলাদাত এ পরিস্থিতিটাকে সংকট হিসেবে উল্লেখ করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, আরেকটি প্রদেশ নানগারহারের প্রধান হাসপাতালে ২৫০ জন আহতের চিকিৎসা চলছে।

এর আগে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে গতকাল (রোববার, ৩১ আগস্ট) গভীর রাতে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৬ শতাধিক মানুষের প্রাণহানি ও ১ হাজার ৩০০ এর বেশি মানুষ আহত হন।

এসএইচ