ইসরাইলি বিমান হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদা নিহত: প্রতিরক্ষামন্ত্রীর দাবি

বিমান হামলায় আবু উবাইদা নিহত হয়েছে বলে দাবি ইসরাইলের
বিদেশে এখন
0

গাজায় আইডিএফের বিমান হামলায় হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষমন্ত্রী ইসরায়েল কার্টজ।

গাজায় বেড়েই চলছে ইসরাইলি হামলার তীব্রতা। গত এক দিনে আইডিএফের হামলায় নিহত হয়েছেন অন্তত ৩২ ফিলিস্তিনি। এরই মধ্যে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ হাজার।

আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেন তিনি। তবে হামাসের পক্ষ থেকে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন:

এর আগে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতনিয়াহু জানান, আবু উবাইদাকে লক্ষ্য করে গাজায় যৌথ অভিযান চালায় আইডিএফ ও শিন বেত।

আবু উবাইদা হলেন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের কয়েকজন শীর্ষ নেতার একজন, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের হামলার আগের দিন থেকেই সক্রিয় ছিলেন।

এসএইচ