গত রোববার (৩১ আগস্ট) পাহাড়ি এ অঞ্চলটিতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এতে এক পর্যায়ে ভূমিধসের ঘটনা ঘটে। এই ভূমিধসে একটি গ্রাম পুরো সমতলে পরিণত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। একজন ছাড়া মৃত্য হয়েছে গ্রামের সব বাসিন্দার।
আরও পড়ুন:
এ অবস্থায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর কাছে উদ্ধারকাজ পরিচালনায় সহায়তার আহ্বান জানিয়েছে সুদানের লিবারেশন আর্মি।
গত দুই বছর ধরেই গৃহযুদ্ধ চলছে দেশটিতে। এতে দেশটির প্রায় অর্ধেকের বেশি মানুষ খাদ্য সংকটে ভুগছেন, ঘরহারা হয়েছেন লাখ লাখ মানুষ।