ইসরাইলি সেনা প্রধান হুশিয়ারি জানিয়েছেন, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত গাজায় তাদের সামরিক অভিযান চলবে। এদিকে, লোহিত সাগরে চলাচল করা জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।
গাজা ইস্যুতে ইউরোপের ভূমিকা ব্যর্থ বলে তীব্র নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গেল একদিনে সাংবাদিকসহ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। নিহতদের বেশিরভাগই গাজা সিটির বাসিন্দা।