যুদ্ধাপরাধের প্রমাণ দেয়ায় তিন ফিলিস্তিন মানবাধিকার সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মানবাধিকার সংস্থা আল-হকের কার্যালয়ের সামনে তাদের লোগো
বিদেশে এখন
0

গাজা সিটির চল্লিশ শতাংশ অঞ্চল দখলের দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। এদিকে, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি না দিতে বিদেশি দেশগুলোকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। এছাড়া, যুদ্ধাপরাধের প্রমাণ দেয়ায় তিন ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় আগ্রাসন বন্ধে ইসরাইল প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও চতুর্দশ।

গত মাসেই গাজা সিটি দখলের অনুমতি দেয় ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। মোতায়েন করা হয় অতিরিক্ত ৬০ হাজার রিজার্ভ সেনা। এরপর থেকেই গাজা শহর দখলে মরিয়া হয়ে অভিযান চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। অভিযান শুরুর দুই সপ্তাহের মাথায় শহরটির ৪০ শতাংশ অঞ্চল দখলের দাবি করলো আইডিএফ।

ইসরাইলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন বলেন, ‘আমরা গাজা সিটির ৪০ শতাংশ এলাকা দখল করেছি। চলমান অভিযান আরও জোরালো হবে। পূর্ণ শক্তি দিয়ে আমরা গাজা থেকে হামাসকে নির্মূল করবো। হামাস পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত তাদের ওপর চাপ বাড়তে থাকবে।’

ইসরাইলের এই সামরিক অভিযানকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধ ও ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে-আইসিসির তদন্তে সহযোগিতা করার অভিযোগে ফিলিস্তিনের শীর্ষস্থানীয় তিন মানবাধিকার সংস্থাকে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

আরও পড়ুন:

পাশাপাশি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়া থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলে সমস্যা আরেও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে কোনো লাভ হবে না বরং আরও বড় সমস্যা তৈরি হবে। এই কাজের প্রতিক্রিয়া আসবে, যুদ্ধবিরতি আরও কঠিন হয়ে যাবে, এমনকি এর ফলে যেসব হামলা বা হামলার চেষ্টা দেখা গেছে, সেগুলো আবার ঘটতে পারে।’

ইসরাইলি বাহিনীর অভিযান শুধু গাজা সিটি দখলের মধ্যেই সীমাবদ্ধ নেই। হামাস নির্মূলের নামে পুরো উপত্যকা জুড়েই নির্বিচারে হামলা চালাচ্ছে আইডিএফ। শুক্রবার সকাল থেকেই অভিযান আরও জোরদার করে ইসরাইলি বাহিনী। এতে, গাজা সিটিসহ পুরো উপত্যকায় শিশুসহ বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও, বৃহস্পতিবার একদিনেই নিহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি।

নিরবচ্ছিন্ন হামলায় গাজার মানবিক পরিস্থিতি নিয়ে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সাথে আলোচনা করেছেন ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। এসময় ফিলিস্তিন ভূখণ্ডে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানও জানান তিনি।

ইএ