পুলিশ জানায়, গতকাল (সোমবার, ৮ সেপ্টেম্বর) সন্ধ্যা প্রায় ৭টার দিকে শাহাঙ্গীর কুয়ালা আটক গ্রামের কাছাকাছি প্রকল্প এলাকায় ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। এসময় তিনি বজ্রপাতের শিকার হন।
রাউব জেলা পুলিশ প্রধান সুপারিন্টেনডেন্ট মোহদ শাহরিল আবদুল রহমান এক বিবৃতিতে জানান, রাত ৮টা ৩০ মিনিটে লিপিস জেলার বেন্টা হেলথ ক্লিনিক থেকে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে শাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন:
তিনি আরও জানান, নিহতের বাঁ পায়ে বজ্রাঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কুয়ালালামপুরে বসবাসরত শাহাঙ্গীর সোমবার দোং এ যেয়ে তার ছোট ভাইয়ের সঙ্গে শ্রমিক কোয়ার্টারে অবস্থান করছিলেন। ঘটনার সময় তার ভাই প্রকল্প এলাকায় কাজ করছিলেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাউব হাসপাতালে রাখা হয়েছে।