নেপালে জেন-জির বিক্ষোভের মুখে তৃতীয় মন্ত্রীর পদত্যাগ

প্রদীপ যাদব
বিদেশে এখন
0

নেপালে জেনারেশন জি’র বিক্ষোভের মুখে স্বরাষ্ট্র ও কৃষিমন্ত্রীর পর এবার পানি সরবরার মন্ত্রী প্রদীপ যাদব পদত্যাগপত্র করেছেন। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বিবিসি।

সংবাদমাধ্যমটি জানায়, পদত্যাগপত্রে সরকার কর্তৃক পরিচালিত দমনপীড়নের বিরোধিতায় আন্দোলনকারী জেন জি’র তরুণ-যুবকদের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন প্রদীপ যাদব।

যাদব লিখেছেন, ‘প্রিয় তরুণ ভাই ও বোনেরা, তোমরাই আমার প্রথম সঙ্গী এবং আমার শক্তির উৎস। আমি সকলের কাছে শান্ত থাকার, যুবকদের সঠিক পথে পরিচালিত করার এবং সমর্থন করার জন্য আবেদন করছি।’

সোমবার বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে তিনি তৃতীয় মন্ত্রী, যিনি তার পদ থেকে পদত্যাগ করলেন। এর আগে পদত্যাগ করেন কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রী রামনাথ অধিকারী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

এনএইচ