আইএইএর সঙ্গে ইরানের আলোচনা ইতিবাচক: ইসমায়েল বাঘাই

ইরান ও আইএইএ
বিদেশে এখন
0

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ'র সঙ্গে ইরানের ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘গত শুক্র ও শনিবার অস্ট্রিয়ার ভিয়েনায় আলোচনায় দু’পক্ষ কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে নি, তবে আলোচনা খুবই ইতিবাচক হয়েছে। ইরানের পক্ষ থেকে দেশটির পরমাণু স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার কথা জানানো হয়েছে।’

আরও পড়ুন:

বাঘাই আরও জানান, পরবর্তী আলোচনার জন্য কোনো তারিখ নির্ধারণ হয়নি। আগের আলোচনা থেকে পরবর্তী কী করণীয় হবে সে বিষয়ে ইরান সিদ্ধান্ত নিবে বলে জানান এই মুখপাত্র।

ইএ