কাতারে হামলায় জাতিসংঘের নিন্দা, জানানো হয়েছিল হোয়াইট হাউজকে

ইসরাইলি হামলায় কাতারের ক্ষতিগ্রস্ত একটি ভবন
বিদেশে এখন
0

কাতারে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, এ হামলা কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পরিষ্কার লঙ্ঘন।

এদিকে হোয়াইট হাউজের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, কাতারের দোহায় ইসরাইলি হামলার বিষয়ে হোয়াইট হাউজকে আগেই জানানো হয়েছিল।

জাতিসংঘ মহাসচিব কাতারকে এমন একটি দেশ হিসেবে বর্ণনা করেছেন যারা ‘যুদ্ধবিরতি ও সকল জিম্মিদের মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।'

তিনি বলেন, ‘সব পক্ষের উচিত একটি স্থায়ী যুদ্ধবিরতির অর্জনের কাজ করা, সেটি ধ্বংস করা নয়।’ ন্যাটোর বাইরে কাতার যুক্তরাষ্ট্রের বড় মিত্র দেশ, যেখানে দেশটির ১০ হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে।

এএইচ