কঙ্গোতে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ৬৪ জন নিহত

হামলা পরবর্তী অবস্থা
বিদেশে এখন
0

ডেমোক্র্যাটিক রিপাবলিকান অব কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। স্থানীয় প্রশাসক ম্যাকায়ার সিভিকুনুলা জানিয়েছেন, সোমবার (৮ সেপ্টেম্বর) রাতের দিকে উত্তর কিভু প্রদেশের লুবেরো অঞ্চলের নটোয়ো শহরে এ হত্যাকাণ্ড ঘটে।

ম্যাকায়ার সিভিকুনুলা রয়টার্সকে বলেন, আমি প্রাথমিকভাবে ৫০ জনের মৃত্যুর সংখ্যা নিশ্চিত করতে পেরেছি। রাত ৯টার দিকে নটোয়ো গ্রামে শেষকৃত্য অনুষ্ঠানের সময় নিহতদের আটক করা হয় এবং তাদের বেশির ভাগকেই চাপাতি দিয়ে হত্যা করা হয়। তদন্ত এখনো অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:

ইসলামিক স্টেট সমর্থিত অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসের হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। সম্প্রতি দেশটির বহু মিলিশিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগেই আছে। একটি শেষকৃত্য অনুষ্ঠানে হামলা চালিয়ে হত্যা করা হয় ৪৬ জন বেসামরিক মানুষকে। একইসঙ্গে বেনি অঞ্চলে আরেকটি হামলায় মারা যান আরও ১৮ জন। যাদের বেশিরভাগই কৃষক।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর আগস্টের শুরু থেকেই এ অঞ্চলটিতে ডাকাতিসহ বিভিন্ন হামলা চালিয়ে আসছে বিদ্রোহী গোষ্ঠী এডিএফ। তাদের দমাতে জনবহুল এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দেশটির সরকার। তারা খনিজ সমৃদ্ধ অঞ্চল লক্ষ্য করে প্রায়ই হামলা চালিয়ে আসছে।

ইএ