ইকুয়েডরে প্রেসিডেন্টের গণভোট প্রস্তাবের বিরোধে রাজধানীতে সহিংস বিক্ষোভ

ইকুয়েডরে গণভোটের বিরুদ্ধে বিক্ষোভ
বিদেশে এখন
0

ইকুয়েডরে প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার প্রস্তাবিত গণভোটের বিরুদ্ধে হওয়া বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। গতকাল (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) দেশটির রাজধানীতে বিক্ষোভে নামে কয়েকশ মানুষ।

বিক্ষোভকারীদের দাবি, সম্প্রতি নোবোয়া সরকার জাতীয় গণভোটের নামে যে ৮০ মিলিয়ন মার্কিন ডলার খরচের পরিকল্পনা গ্রহণের কথা ভাবছে, তা দেশটিতে বাড়তে থাকা দরিদ্রতার হার ও স্বাস্থ্যসেবা সংকট মোকাবেলায় সক্ষম নয়।

আরও পড়ুন:

এছাড়াও প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশটির সাংবিধানিক আদালতের কার্যক্রমকে প্রভাবিত করার অভিযোগও তোলেন বিক্ষোভকারীরা।

সংবিধান অনুযায়ী, স্বাধীন ও নিরপেক্ষ থেকে বিচারিক আদালতকে কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

একপর্যায়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে, আন্দোলনকারীদের দমাতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে ইকুয়েডরের দাঙ্গা পুলিশ । এতে ছত্রভঙ্গ হয়ে পড়ে বিক্ষোভকারীরা।

এফএস