ইসরাইলকে হামলা জোরদার না করতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার
বিদেশে এখন
0

অধিকৃত পশ্চিম তীরে হামলা জোরদার না করতে ইসরাইলকে সতর্ক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফিলিস্তিনকে যুক্তরাজ্যের রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার প্রতিশোধ নেয়া যাবে না।’

এক প্রশ্নের জবাবে কুপার বলেন, ‘ইসরাইলের নিরাপত্তার পাশাপাশি ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিতে সবচেয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। শান্তি, ন্যায়বিচার এবং নিরাপত্তা রক্ষায় মধ্যপ্রাচ্যের সবার সঙ্গে কাজ করে যাবে যুক্তরাজ্য।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করা যুক্তরাজ্যের নৈতিক বাধ্যবাধকতা ছিল। এ স্বীকৃতির মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধানের প্রক্রিয়ার আশা বাঁচিয়ে রাখতে চায় ব্রিটেন।’

ইএ