গাজার উদ্দেশে ত্রাণ নিয়ে যাওয়া সুমুদ ফ্লোটিলার নৌবহর জব্দে ইসরাইলবিরোধী প্রতিবাদে যখন উত্তাল পুরো বিশ্ব, তখন খোদ ইসরাইলের বেশ কিছু শান্তিকামী মানুষ নাম লিখিয়েছেন সেই তালিকায়। ইসরাইলি সরকারের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিক্ষোভ করেছে কয়েকশ' ইহুদি। যাদে মুখে ছিলো ফিলিস্তিনের স্বাধীনতার স্লোগান।
বিশ্ববাসী যখন চাইছেন ইসরাইলি বেড়াজাল ভেঙে অনাহারে থাকা গাজাবাসীর মুখে খাবার তুলে দিতে তখন তাদের বাধা দেয়ার প্রতিবাদ জানান তারা। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু যুদ্ধের নামে ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করতে চান বলেও অভিযোগ তাদের।
আরও পড়ুন:
ইসরাইলি বিক্ষোভকারীদের একজন বলেন, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান জব্দ করায় ইসরাইলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। গাজায় গণহত্যার প্রতিবাদ জানাচ্ছি। গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর যা হচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছি। জাতিগত নির্মূলের চেষ্টা করছে ইসরাইলে প্রধানমন্ত্রী।’
আরেকজন বলেন, ‘গাজার মানুষদের প্রতি সংহতি জানাতে এখানে র্যালি করছিলাম। সেখানেও বাধার মুখে পড়ি। ফ্লোটিলার নৌযানগুলোকে জব্দ করা ও মানবাধিকার কর্মীদের আটক করার বিষয়টি ঠিক হয়নি। পুরো বিশ্বের মানুষের সঙ্গে রয়েছি আমরা। গণহত্যা অবশ্যই অপরাধ। এর বিরোধিতা করছি।’
এক পর্যায়ে পুলিশি বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। ইসরাইলি বাহিনীর সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় তাদের। এসময় বেশ কয়েকজনকে আটক করে আইডিএফ।





