গাজায় জিম্মিদের মরদেহ উদ্ধারে মিশর ও রেডক্রসকে অনুমতি দিলো ইসরাইল

ইসরাইলি হামলায় বিধ্বস্ত গাজা
বিদেশে এখন
0

গাজার ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জিম্মিদের মরদেহ উদ্ধারে সহায়তা করতে মিশরের প্রতিনিধিদল ও আন্তর্জাতিক রেডক্রসকে স্থানীয়দের সঙ্গে কাজ করার অনুমতি দিয়েছে ইসরাইল। ট্রাম্পের প্রস্তাবে গাজার যে বিশেষ লাইন থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরাইল, সেখানে উদ্ধার অভিযান চালাতে পারবে মিশর ও রেডক্রস।

এর আগে, গাজায় ভারি যন্ত্রাংশ ও উদ্ধার সরঞ্জাম প্রবেশে বিধিনিষেধ জারি করে ইসরাইল। সে নিষেধাজ্ঞা শিথিল না করলেও আপাতত মিশরের প্রতিনিধি ও রেডক্রসকে উপত্যকায় মরদেহ উদ্ধার অভিযানের অংশ নেয়ার অনুমতি দিয়েছে তারা। হামাসের হাতে জিম্মি ছাড়াও গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা পড়ে আছেন ৯ হাজারেরও বেশি ফিলিস্তিনির মরদেহ।

আরও পড়ুন:

এদিকে, রোববার সংবাদ সম্মেলনে গাজার মূল শহরের মেয়র অভিযোগ করেন, উপত্যকাটিতে পানি সরবরাহ সচল ও কূপ খননের জন্য আড়াইশো যানবাহন এবং ১ হাজার টন সিমেন্ট প্রয়োজন হবে।

ইএ