যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিশ্চিত করলে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনে প্রস্তুত ইউক্রেন

ভলোদিমির জেলেনস্কি
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিশ্চয়তা দিলে আগামী তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত রয়েছে ইউক্রেন। গতকাল (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) একথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এসময় তিনি কথা বলেন ইউক্রেন যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়েও। জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাব করা শান্তি চুক্তির বিপরীতে নতুন খসড়া প্রস্তাব প্রণয়নে কাজ করছে কিয়েভ ও তার ইউরোপীয় মিত্ররা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেন আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানান জেলেনস্কি।

আরও পড়ুন:

এদিকে, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ইউরোপিয়ান দেশগুলোকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও চতুদর্শ। এসময় তিনি ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে কিয়েভের ইউরোপিয়ান মিত্রদের ভূমিকার প্রশংসা করেন।

অন্যদিকে, ইউক্রেনের মানবিক সংকট নিয়ে গতকাল বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। এতে অংশ নিয়ে কিয়েভের মিত্ররা ইউক্রেন যুদ্ধবিরতি কার্যকরে মস্কোর ওপর নতুন করে চাপ বাড়াতে আন্তর্জাতিক পক্ষগুলোর প্রতি আহ্বান জানান।

ইএ