আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতলেন বানু মুশতাক

ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক
এশিয়া
বিদেশে এখন
0

আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতলেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক। ছোটগল্প সংকলন ‘হার্ট ল্যাম্প’ এর জন্য তিনি এ পুরস্কার পান।

কান্নাড়া ভাষার লেখকদের মধ্যে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ বুকার পুরস্কারটি পেলেন ৭৭ বছর বয়সী বানু মুশতাক। লন্ডনের টেট মডার্ন গ্যালারিতে তার হাতে তুলে দেয়া হয় পুরস্কার।

ছোটগল্প সংকলনটি কান্নাড়া ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেন দীপা ভাস্তি। গল্প বাছাইয়েও বানু মুশতাককে সহায়তা করেছেন তিনি। পুরস্কারের অর্থমূল্য ৬৭ হাজার মার্কিন ডলার বানু মুশতাকের সঙ্গে অনুবাদক দীপা ভাস্তি সমানভাবে ভাগাভাগি করে নেবেন।

হার্ট ল্যাম্প বইয়ে ১২টি গল্প সংকলিত হয়েছে। যেখানে ফুটে উঠেছে দক্ষিণ ভারতের মুসলিম সমাজের দৈনন্দিন জীবনের চিত্র। বিশেষ করে নারী ও কিশোরীদের অভিজ্ঞতার বর্ণনা।

এএইচ