নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমনে বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত ভারত। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে রাত থেকেই ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে পশ্চিমবঙ্গে। ফলে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।
পশ্চিমবঙ্গে আবহাওয়া দপ্তরের দেয়া তথ্য বলছে, জোয়ারের সময় বৃষ্টিপাত অব্যাহত থাকলে তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলেও জানানো হয়।
অন্যদিকে, গেল কয়েকদিনের একটানা প্রবল বর্ষণে মুম্বাই ও দিল্লিতেও জারি রয়েছে হলুদ সতর্কতা। ৩১ তারিখ পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দেয়া হয়েছে। বৃষ্টির পাশাপাশি দেখা দিতে পারে বজ্রপাত ও ঝড়ো হাওয়া।
আগামী ২ দিন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৈরী আবহাওয়ায় মিজোরামে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।
কর্ণাটকেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। একটানা ভারী বৃষ্টিপাতে টেক সিটি বেঙ্গালুরুতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। হাঁটু পানির কারণে দুর্ভোগে পড়তে হয় অফিসগামীদের।
ভারী বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া আঘাত হেনেছে কাশ্মীরেও। গাছপালা ভেঙে কেন্দ্র শাসিত অঞ্চলটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি স্থাপনা।
লা-নিনার কারণে চলতি বছর বৃষ্টির দাপট অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। চলতি মাসের প্রথম ২৮ দিন স্বাভাবিকের তুলনায় ৩১ শতাংশ বেশি ভারী বৃষ্টিপাত দেখেছে ভারত।