চীনে উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের বৃহত্তম লেগোল্যান্ড থিম পার্ক

লেগোল্যান্ড থিম পার্কের ব্যানার
এশিয়া
বিদেশে এখন
0

চীনে উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম লেগোল্যান্ড থিম পার্কের। সাংহাইতে নির্মিত এ পার্ক চীনের বাণিজ্য ও পর্যটন শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে পার্ক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। আগামী ৫ জুলাই চীনের সাংহাইয়ে উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম লেগোল্যান্ড থিম পার্ক।

তবে আনুষ্ঠানিক উদ্বোধনের সপ্তাহ খানেক আগেই পরীক্ষামূলকভাবে দর্শনার্থীদের জন্য পার্কটি উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ। শিশুদের সাথে নিয়ে বাবা-মায়েরা ঘুরতে আসেন পার্কে। বিশাল এ থিম পার্কে এসে খুশি শিশুরাও।

শিশুদের মধ্যে একজন বলেন, ‘আমার এখানে এসে লেগো দিয়ে খেলতে ভালো লাগছে। কারণ আমার বাসায় এতো লেগো নেই।’

দর্শকদের মধ্যে একজন বলেন, ‘যখন আমি এ মহাপ্রাচীরটি তৈরি করেছি আমার অনেক ভালো লেগেছে। কিন্তু যখন বাসায় এটি তৈরি করেছিলাম এত ভালো লাগেনি।’

২০২১ সালে সাংহাইয়ের দক্ষিণ-পশ্চিমে জিনশান জেলায় লেগোল্যান্ড রিসোর্টের নির্মাণকাজ শুরু হয়। ডেনিশ খেলনা নির্মাতা লেগো গ্রুপের আইকনিক প্লাস্টিক ইটের অনুকরণে পার্কটির ডিজাইন করা হয়। মার্লিন এন্টারটেইনমেন্ট, সাংহাই গুয়ি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, কিরকবি এবং সিএমসির যৌথ বিনিয়োগে নির্মাণ করা হয়েছে বিশ্বের ১১তম লেগোল্যান্ড পার্কের।

তিন লাখ ১৮ হাজার বর্গমিটার আয়তনের এ পার্কটি নির্মাণে ব্যয় হয়েছে ৫৫০ মিলিয়ন ডলার। যেখানে থাকবে ৮টি আলাদা থিমে তৈরি এলাকা ও ৭৫টি ইন্টার‌্যাক্টিভ রাইড। এছাড়াও রয়েছে ২৫০ কক্ষের একটি হোটেল, যা ৮৫০ লাখেরও বেশি লেগো ব্রিকস দিয়ে তৈরি।

লেগোল্যান্ডে প্রতিদিন আট হাজারের বেশি দর্শনার্থীর সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। বছরে এ সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২৪ লাখ। এ থিম পার্কের মাধ্যমে সাংহাইয়ের পর্যটন শিল্প আরও বেগবান হবে বলেও আশা স্থানীয় প্রশাসনের।

জিনশান সংস্কৃতি ও পর্যটন প্রশাসনের এক কর্মকর্তা জানান, এর মধ্যেই রিসোর্টটির মাধ্যমে এক হাজার কর্মসংস্থান তৈরি হয়েছে। এছাড়া পার্কে আগত দর্শনার্থীদের মাধ্যমে পার্ক সংলগ্ন ১১শ'র বেশি রেস্তোরা ভালো ব্যবসার আশা করছে।

লেগোল্যান্ডে প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩১৯ ইউয়ান থেকে ৫৯৯ ইউয়ান পর্যন্ত, যা প্রায় ৪৫ ডলার। কর্তৃপক্ষ বলছে, ডিজনিল্যান্ডের প্রবেশ মূল্য ৪৭৫ থেকে ৭৯৯ ইউয়ান। অর্থাৎ, ডিজনিল্যান্ডের তুলনায় লেগোল্যান্ডের প্রবেশমূল্য যথেষ্ট কম। তাই দর্শনার্থীর আনাগোনাও বেশি হবে বলে প্রত্যাশা তাদের।

এসএস