অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর মালয়েশিয়া প্রশাসন

মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন বিভাগ
প্রবাস , এশিয়া
বিদেশে এখন
1

অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলতি বছরের শুরু থেকেই জোরালো অভিযান চালাচ্ছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশব্যাপী নয় হাজারের বেশি অভিযানে তল্লাশি করা হয় প্রায় এক লাখ ৫২ হাজার বিদেশিকে।

এসময় বিভিন্ন অভিযোগে প্রায় ৩৫ হাজারের বেশি অভিবাসীকে আটক করা হয়েছে। যার বেশিরভাগই ইন্দোনেশিয়া, মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক।

আরও পড়ুন:

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানিয়েছেন, চলমান অভিযানে অবৈধ অভিবাসীকে কাজে লাগানো বা আশ্রয় দেয়ার অভিযোগে এক হাজার ৩৯৫ নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়েছে।

অন্যদিকে গত ২৮ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো হয়েছে ৩৬ হাজার ৫৫৭ জন বিদেশিকে। নতুন আটককৃতদের ক্ষেত্রেও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের পর দ্রুত প্রত্যাবাসন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এসএস