ব্রিটিশ সাম্রাজ্যের রাজা। তাই বিবাহ বার্ষিকীও আয়োজিত হলো রাজকীয় ভঙ্গিতে। ইতালিতে ২০তম বিবাহ বার্ষিকী উদযাপন শেষে যুক্তরাজ্যে ফিরেছেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। এই চার দিনের সফরে চষে বেড়িয়েছেন ইতালির বেশ কিছু অঞ্চল।
সফরের শেষ দিন রাভেন্না শহরের বাজার ঘুরে বেড়ান রাজা ও রানী। এসময় রানী পিজ্জা তৈরি করেন। বিপরীতে স্থানীয় খাবারের স্বাদ নেন রাজা। বাজার পরিদর্শনে রাজ দম্পতিকে সঙ্গ দেন ইতালির প্রেসিডেন্ট।
নাৎসি জার্মানির দখল থেকে রাভেন্না স্বাধীনের ৮০তম বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করে শহর কর্তৃপক্ষ। টাউন হলের বারান্দায় ইতালীয়দের হাত নেড়ে অভিবাদন জানান রাজা চার্লস। পরিদর্শন করেন বাইরন জাদুঘর, দার্শনিক দান্তের সমাধিসৌধ ও স্যান ভিটালির ব্যাসিলিকা।
বিবাহ বার্ষিকীর দিনটিতে ইতালিয়ান পার্লামেন্টের জয়েন্ট সেশনে বক্তব্য রাখেন ব্রিটিশ রাজা। ইতালির ইতিহাসে এমন ঘটনা প্রথম। হাস্যোজ্জ্বল চার্লস কৌতুকের পাশাপাশি তুলে ধরেন দুই দেশের সমৃদ্ধ ইতিহাস।
এরপরই রাজ দম্পত্তির সম্মানে কুইরিনাল প্রাসাদে আয়োজন করা হয় রাষ্ট্রীয় ভোজ। যেখানে উপস্থিত ছিলেন দেড়শ অতিথি।
পোপ ফ্রান্সিসের অসুস্থতার কারণে ভ্যাটিকান সফর বাতিল করেন রাজা। তবে এ খবর পেয়েই রাজ দম্পত্তির সঙ্গে আলাদাভাবে একান্ত সাক্ষাৎ করেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু।
এছাড়াও রোমের ভিলা পামফিলজে রাজা চার্লসকে আতিথিয়তা দেন ইতালিয়ান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
প্রোস্টেট সার্জারির পর ক্যান্সারে আক্রান্ত রাজার প্রথম বিদেশ সফর এটি। আর সফরটি স্মরণীয় হবার অন্যতম করার ১৬ বছর পর ইতালির মাটিতে রাজা তৃতীয় চার্লসের প্রত্যাবর্তন।