ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা বেলজিয়ামের

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট
বিদেশে এখন
0

ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের আরেক দেশ বেলজিয়াম।

আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বেলজিআমের পক্ষে এ ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট। আসছে ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এসব দেশ।

আরও পড়ুন: 

এছাড়া ইসরাইলের ওপর ১২টি নিষেধাজ্ঞা দেয়ার কথাও জানিয়েছে বেলজিয়াম। বন্ধ করা হবে ইসরাইল থেকে পণ্য আমদানিও। গত বছর এপ্রিলের হিসাব অনুযায়ী, বিশ্বের ১৪৭টি দেশ এরই মধ্যে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে।

এসএইচ