২১ বছর পর তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিল রাশিয়া

ইউরোপ
বিদেশে এখন
0

২১ বছর পর নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে আফগানিস্তানের তালেবানকে বাদ দিয়েছে রাশিয়া। গতকাল (বৃহস্পতিবার, ১৭ এপ্রিল) প্রসিকিউটর জেনারেলের অনুরোধের প্রেক্ষিতে এই রায় দেন রাশিয়ার সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠীর সাথে সম্পর্ক স্বাভাবিকের চেষ্টা করছে মস্কো।

বিশ্বকে চমকে দিয়ে কূটনৈতিক চাল চালছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতারের সাথে ২শ কোটি ইউরোর চুক্তি, ওয়াশিংটন-তেহরান পরমাণু আলোচনার আগ মুহূর্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক আর সবশেষ আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টায় পরোক্ষ মদদ- এসব নিয়েই ব্যস্ত আছেন রুশ প্রেসিডেন্ট।

২০২১ এর আগস্টে কাবুলের মসনদে বসার পর থেকে এখনও পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি বিশ্বের কোনো দেশ। ২০০৩ সালে তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করলেও ২০২১ থেকেই তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে মস্কো। এবার তালেবানকে দেয়া সেই সন্ত্রাসী তকমাও উঠিয়ে নিয়েছেন রাশিয়ার সুপ্রিম কোর্ট।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হচ্ছে, আফগানিস্তান থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ইসলামিক সশস্ত্র সংগঠনগুলোর কারণে নিরাপত্তা সংকটে ভুগছিল মস্কো। বিশেষ করে, গেল বছর মার্চে রাজধানী মস্কোর বাইরে একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় প্রায় দেড়শ মানুষ নিহতের ঘটনার পর, ক্রেমলিন তরফ থেকে তালেবানের সঙ্গে কাজ করার আগ্রহ দেখা যাচ্ছে।

এর আগে ২০২৩ সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয় মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। ২০২৪ এ একই পদক্ষেপ নিয়েছে কিরগিজস্তানও।

চীন, ভারত ও সৌদি আরবসহ বেশ কিছু দেশ কাবুলে দূতাবাস চালু করলেও নারী স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় তালেবান সরকারের ভূমিকা পর্যবেক্ষণের পরই তালেবানের স্বীকৃতি নিয়ে ভাবতে চায় যুক্তরাষ্ট্র। একই মত ইউরোপীয় ইউনিয়নেরও। কিন্তু বৈধতার দাবি জোরদার করতে চীন ও রাশিয়ার মতো আঞ্চলিক বড় শক্তিগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করেছে তালেবান সরকার।

এসএস