ন্যাটো সীমান্তে রাশিয়া-বেলারুশ মহড়ায় বাড়ছে উত্তেজনা

ন্যাটো সীমান্তে রাশিয়া-বেলারুশ মহড়া
ইউরোপ
বিদেশে এখন
0

পোল্যান্ডে ড্রোন আক্রমণের পর ন্যাটো সীমান্তের কাছে রাশিয়া ও বেলারুশ জাপাড- নামে সামরিক মহড়া শুরু করায় উত্তেজনা আরও বেড়েছে। এটিকে আক্রমণাত্মক যুদ্ধের প্রস্তুতি হিসেবে বিবেচনায় নিয়ে বেলারুশের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে পোল্যান্ড। তবে ক্রেমলিন বলছে, ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নয়, কেবল সেনাদের দক্ষতা বাড়াতে আগে থেকেই এ মহড়া চালিয়ে আসছে তারা।

ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে সম্প্রতি পোল্যান্ড চালানো ড্রোন হামলার জেরে রাশিয়ার সঙ্গে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যে আরও বেশি উত্তাপ ছড়াচ্ছে রাশিয়া-বেলারুশের যৌথ মহড়া জাপাড-টুয়েন্টি টুয়েন্টি ফাইভ।

মহড়ায় ব্যবহার করা হচ্ছে পারমাণবিক সাবমেরিন, মাঝারি-পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক সব অস্ত্র। পোল্যান্ডে ড্রোন হামলার পর ন্যাটো সীমান্ত এলাকায় জল, স্থল ও আকাশ পথে একযোগে চলছে এ মহড়া। এমন পরিস্থিতিতে একে রাশিয়ার যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ড। যার কারণে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দেশটি। এরইমধ্যে বেলারুশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে পোল্যান্ড।

পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মার্সিন কিয়েরভিনস্কি বলেন, ‘আমরা পোল্যান্ড-বেলারুশ সীমান্তে যান চলাচল বন্ধ করে দিয়েছি। চলমান জাপাড মহড়ার কারণে এ পদক্ষেপ নেয়া হয়েছে। কারণ পোল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত লক্ষ্য করে এই মহড়া চালাচ্ছে রাশিয়া-বেলারুশ। এটি আমাদের দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক যুদ্ধ পরিস্থিতির অনুশীলন।’

যদিও ক্রেমলিন বলছে, পোল্যান্ডের আকাশসীমায় তাদের ড্রোন অনিচ্ছাকৃতভাবে ঢুকে পড়ার আগেই এই মহড়ার পরিকল্পনা ছিলো তাদের। আর এই মহড়ার উদ্দেশ্য কেবল তাদের সেনাদের দক্ষতা বাড়ানো।

আরও পড়ুন:

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘রাশিয়া কখনও কাউকে হুমকি দেয়নি, এমনকি এই মহড়া ইউরোপের কোন দেশকে হুমকি দেয়ার জন্য নয়। রাশিয়া তার সামরিক শক্তি নিয়ে ইউরোপের দিকে অগ্রসর হয়নি। বিপরীতে ইউরোপ এবং ন্যাটো জোট সবসময় আমাদের সীমান্তের দিকে অগ্রসর হয়ে আসছে।’

ন্যাটো-রাশিয়ার চলমান এ উত্তেজনার মধ্যে জাপাড মহড়ায় যোগ দিতে যাচ্ছে ভারতীয় সশস্ত্র বাহিনীর ৬৫ সদস্যের একটি দল। এতে স্থলবাহিনীর ৫৭, বিমান বাহিনীর সাত এবং নৌবাহিনীর এক সদস্য রয়েছেন। ১০ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আলোচিত জাপাড মহড়া।

ইউরোপের সঙ্গে রাশিয়ার উত্তর-পশ্চিম সীমান্তে যৌথ সামরিক এ মহড়া জাপাড নামে পরিচিত। যদিও, এই এলাকা ন্যাটোর আওতাধীন। রুশ ভাষায় পশ্চিমকে বলা হয় জাপাড। সোভিয়েত ইউনিয়নের সময় প্রথম শুরু হয়েছিলো জাপাড নামে এই মহড়া। এরপর বিভিন্ন সময় বিরতি দিয়ে যৌথ মহড়া চালিয়ে আসছে রাশিয়া-বেলারুশ।

এসএস