ইসরাইলি আগ্রাসন অব্যাহত, হুতিদের ক্ষেপণাস্ত্র জবাব

মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

গাজায় ইসরাইলি আগ্রাসনে নতুন করে প্রাণ গেছে ১০ ফিলিস্তিনির। সামনের দিনগুলোতে উপত্যকাটিতে অভিযানের মাত্রা আরও বাড়ানোর হুঁশিয়ারি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর। এদিকে ইয়েমেনে মার্কিন হামলার প্রতিবাদে ইসরাইলের একটি বিমানঘাঁটিতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুতি বিদ্রোহীরা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশটিতে বিক্ষোভ করেছে লাখ লাখ মানুষ।

মার্চের মাঝামাঝি থেকে গাজায় অনবরত হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরাইল। নারী-শিশু কেউ রক্ষা পাচ্ছে না ইসরাইলি সেনাদের হাত থেকে। গেল ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরাইলির প্রাণের বিনিময়ে ফিলিস্তিনের ৫২ হাজার মানুষকে হত্যা করেছে আইডিএফ। মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে পুরো উপত্যকাটি। ফিলিস্তিন জাতিকে নির্মূল করতেই মূলত ইসরাইলের এ অভিযান। আর সেই লক্ষ্যে তাদের আগ্রাসনের মাত্রা আরও কয়েকগুণ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

ইসরাইল একদিকে গাজায় হামলা করে ফিলিস্তিনিদের হত্যা করছে, অপরদিকে খাবার ও পানি না দিয়ে ভয়াবহ কষ্ট দিচ্ছে সেখানকার লাখ লাখ মানুষকে। দেড় মাসের বেশি সময় ধরে কোন ধরনের ত্রাণবাহী গাড়ি উপত্যকাটিতে প্রবেশ করতে দিচ্ছে না।

এমনকি, যারা গাজায় ত্রাণ নিয়ে যাচ্ছে তাদের ওপরও হামলা করছে তেল আবিব। শুক্রবার রাতে গাজার উদ্দেশে ত্রাণ নিয়ে যাওয়ার সময় মাল্টা উপকূলে মানবিক সহায়তাকারী সংস্থা ফ্রিডম ফ্রোটিলা কোয়ালিশনের ওপর বোমা হামলা করে ইসরাইলি সেনারা।

ইসরাইলের দাবি, ফ্রিডম ফ্রোটিলার ঐ জাহাজটিতে হামাস সদস্যরা ছিল। তাই তাদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে ইসরাইল। এ ছাড়া ফ্রিডম ফ্রোটিলাকেও ফিলিস্তিনপন্থি সংগঠন বলে দাবি তেল আবিবের ।

এদিকে, গাজায় ইসরাইলি আগ্রাসন ও ইয়েমেনে মার্কিন হামলার ইসরাইলরে একটি বিমানঘাঁটিতে পর পর দুটি প্যালেস্টাইন-টু হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

ইয়েমেনে হামলার পরই জেরুজালেমসহ আশপাশের এলাকায় জরুরি সাইরেন বাজিয়ে সেখানকার বাসিন্দাদের সতর্ক করে তেল আবিব। অবশ্য হুতির ছোড়া ঐ ক্ষেপণাস্ত্র ভূ-পাতিত করার দাবি তাদের।

এদিকে ইয়েমেনের সানায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে লাখ লাখ মানুষ।

এসএস