পাল্টাপাল্টি হামলায়ও থেমে নেই ইউক্রেন-রাশিয়ার কূটনীতি

ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলা
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

রাশিয়ার সামরিক ঘাঁটিতে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলার পেরিয়েছে ৩ দিন। অথচ এখনো টক অফ দ্য ওয়ার্ল্ড ‘অপারেশন স্পাইডার ওয়েব’। ক্রেমলিন বলছে, হামলার বিষয়ে রুশ প্রেসিডেন্টকে অবগত করা হয়েছে। বর্তমানে পুতিনের নির্দেশে চলছে তদন্ত। অন্যদিকে হোয়াইট হাউজের দাবি, হামলার আগে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে কিছুই জানায়নি ইউক্রেন।

ইউক্রেনের অপারেশন স্পাইডার ওয়েবের ৩ দিন পর ক্রেমলিন জানিয়েছে, হামলার বিষয়ে রুশ প্রেসিডেন্টের নির্দেশে চলছে তদন্ত। অন্যদিকে হোয়াইট হাউজের দাবি, অভিযানের বিষয়ে কিছুই জানতেন না ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে সামরিক বাহিনীতে ব্যাপক রদবদল করেছে কিয়েভ। বিপরীতে সুমি শহর দখলের দ্বারপ্রান্তে থাকা রুশ সেনারা বাড়িয়েছে অভিযানের তীব্রতা।

রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘হামলার সময়ই অনলাইনে প্রেসিডেন্ট পুতিনকে এ বিষয়ে জানানো হয়। রাশিয়ার ফেডারেশনের ইনভেস্টিগেটিভ কমিটি হামলার তদন্ত করছে। শীঘ্রই প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে বিবৃতি প্রদান করবে।’

এদিকে কার্চ সেতুতে ইউক্রেনের বিস্ফোরণের কয়েক ঘণ্টার মাথায় আবারও শুরু হয়েছে যান চলাচল। মঙ্গলবার ক্রিমিয়াকে সংযোগকারী রুশ সেতুতে বিস্ফোরণ ঘটায় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এস বি ইউ। যুদ্ধ শুরুর পর কার্চ সেতুতে এটি কিয়েভের তৃতীয় হামলা।

রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিশ্চিতে সামরিক বাহিনীতে ব্যাপক রদবদল করেছেন ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার এক ভিডিও বার্তায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানান, সদ্য পদত্যাগ করা সেনাবাহিনী কমান্ডারকে যৌথবাহিনীর দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি প্যারাট্রুপার ও আনম্যানড সিস্টেম ফোর্সে নিয়োগ দেয়া হয়েছে নতুন কমান্ডার।

এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে জেলেনস্কি জানান, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা নিশ্চিতে জাপোরিঝিয়ার নিয়ন্ত্রণ ইউক্রেনের হাতে ফিরিয়ে দেয়া প্রয়োজন। অন্যদিকে রাফায়েল গ্রসির দাবি, বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ কেন্দ্রটি চালু করা সম্ভব নয়।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাসচিব রাফায়েল গ্রসি বলেন, ‘পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি প্রশিক্ষিত ব্যক্তিদের হাতে নেই। আমি আসলে জানি না তারা কী করছে। বর্তমানের পরিস্থিতি খুবই জটিল। তবে দুই দেশেই বড় পরমাণু শিল্প থাকায় আমাদের দৃষ্টিকোণ থেকে কারিগরি সক্ষমতা বড় কোনো বিপত্তি তৈরি করবে না।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘দুর্ভাগ্যবশত রাশিয়ানদের আগ্রাসন পরমাণু নিরাপত্তায় ঝুঁকি তৈরি করছে। আই.এ.ই.এ'র প্রধানকে আমরা এ বিষয়টি অবগত করেছি। যত কঠিনই হোক না কেনো, জাপোরিঝিয়ায় আমাদের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে হবে।’

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি শহর দখলের দ্বারপ্রান্তে রাশিয়া। শহরের ২০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে রুশ সেনারা। বাড়ানো হয়েছে হামলার তীব্রতা। মঙ্গলবার শক্তিশালী হামলায় সুমিতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ইউক্রেনীয়।

পাল্টাপাল্টি হামলার মধ্যেও থেমে নেই কূটনীতি। গত বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে বৈঠকে বসবে ন্যাটো জোটের প্রতিরক্ষা মন্ত্রীরা। যেখানে ইউক্রেন প্রসঙ্গের পাশাপাশি প্রাধান্য পাবে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর বিষয়। বর্তমানে জোটটির প্রতিটি রাষ্ট্র নিজেদের জিডিপির দুই শতাংশ অর্থ প্রতিরক্ষা খাতে ব্যয় করে। যা ৫ শতাংশে উন্নীত করতে তাগাদা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে সামরিক সহায়তা বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ইউক্রেনের শীর্ষ প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত কেইথ কেলোগের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্টের চীফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাক।

ইএ