আইআরজিসির ‘শীর্ষ কমান্ডারকে’ হত্যার দাবি ইসরাইলের

আলী শাদমানি
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
1

ইসরাইল দাবি করেছে, তেহরানে চালানো একটি হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ‘প্রধান’ আলী শাদমানিকে হত্যা করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সামরিক বাহিনী শাদমানিকে ‘ইরানের সবচেয়ে শীর্ষ সামরিক কর্মকর্তা’ এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সবচেয়ে ‘ঘনিষ্ঠ ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেছে।

যদিও, এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, শুক্রবার ইসরাইল গোলাম আলী রাশিদকে হত্যা করার পরই আলী শাদমানিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

এনএইচ