১২ দিনের বিধ্বংসী সহিংসতায় তিন ঘণ্টারও বিরাম মেলেনি, তার আগেই অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ ইরান-ইসরাইল- দুই দেশের বিরুদ্ধেই। প্রতিক্রিয়ায় এভাবেই ক্ষোভ জানালেন মার্কিন প্রেসিডেন্ট।
ভোরেই নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প জানান, কার্যকর হয়েছে ইরান-ইসরাইল অস্ত্রবিরতি। নতুন করে সংঘাত উসকে না দিতে অনুরোধও জানান দুই দেশের প্রতি। সে অনুরোধ উপেক্ষার খবরে বিশেষ করে ঘনিষ্ঠতম মিত্র ইসরাইলের প্রতি ভীষণ অসন্তোষ জানান ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। কিন্তু ইসরাইলও এটি মানেনি। অস্ত্রবিরতি কার্যকর হতে না হতেই ইসরাইল বেরিয়ে এলো আর এমন একগুচ্ছ বোমা ছুঁড়লো, যেগুলো আমি আগে কখনো দেখিনি। আমাদের দেখা সবচেয়ে বড় বোমা হামলা। আমি ইসরাইলকে নিয়ে খুশি নই। যখন আমি বলি যে তোমাদের হাতে ১২ ঘণ্টা সময় আছে, তারপর প্রথম ঘণ্টাতেই তোমাদের হাতে যা কিছু আছে, সব তাদের উপর ফেলে দিতে পারো না। তাই আমি তাদের প্রতি সন্তুষ্ট নই। ইরানের ব্যাপারেও আমি সন্তুষ্ট নই। কিন্তু আমি সত্যি অসন্তুষ্ট হবো যদি সকাল হতেই ইসরাইল হামলা শুরু করে।’
সংঘাতের ১২ দিনে গতকাল (সোমবার, ২৩ জুন) অন্যতম রক্তক্ষয়ী রাত পার করে ইরান। বিরশেবাসহ ইসরাইলের বিভিন্ন শহরেও ইরানের হামলায় প্রাণহানি হয় অনেকের। তবে, যুক্তরাষ্ট্র আর কাতারের মধ্যস্থতায় অস্ত্রবিরতি কার্যকর হয়েছে বলে বিশ্ববাসীকে ট্রাম্প নিশ্চিত করার পর আর একটিও হামলা হয়নি ইসরাইলে, বলছে তেহরান। মঙ্গলবার ভোরে সবশেষ ক্ষেপণাস্ত্রটি ছোঁড়ার পর থেকে নীরব তেহরান, জানায় বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় অস্ত্রবিরতির খসড়ায় সম্মতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। ভোর থেকেই অস্ত্রবিরতি কার্যকর হলেও উচ্চ সতর্ক থাকার কথা জানায় ইসরাইলি সেনাবাহিনী।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইফি ডেফ্রিন বলেন, ‘এ ঘোষণার পরপরই ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ দাবি করেন, অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে ইরান। ইসরাইলের আকাশে ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র শনাক্তের পর ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা জোরদারে নির্দেশ দিয়েছেন বলেও জানান।’
এদিকে বিরামহীন হামলা-পাল্টা হামলার প্রায় দুই সপ্তাহ পর ইরানের রাজধানী তেহরানের পরিস্থিতি অনেকটাই থমথমে। সংঘাতে দেশটিতে ছয়শ'র বেশি মানুষ নিহতের খবর নিশ্চিত করেছে তেহরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।