ইরাকে শপিং মলে ভয়াবহ আগুনে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬১

ইরাকে আগুন লেগে ক্ষতিগ্রস্ত আগুন
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইরাকের পূর্বঞ্চলীয় আল-কুট শহরের একটি শপিং মলে ভয়াবহ আগুনে ৬১ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৪৫ জনকে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএনএ’র বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আল-জাজিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল (বুধবার, ১৬ জুলাই) রাতে পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এসির বিস্ফোরণ থেকে ছড়িয়ে যায় আগুন। দমকল বাহিনীর রাতভর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক জানিয়েছে দেশটির সরকার।

ইরাকের পূর্বাঞ্চলীয় আল-কুট শহরের একটি শপিং মলে ভয়াবহ আগুনের দৃশ্য এটি। বুধবার রাতে ৫ তলার এই ভবনটিতে হঠাৎ আগুন ধরে যায়। সেসময় আগুনে পুড়ে মৃত্যু হয় অর্ধশতাধিক মানুষের। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। দমকলকর্মীদের রাতভর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএনএ-এর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আল-জাজিরা।

কর্নিশ হাইপারমার্কেট নামের এই মলটিতে বেশ কয়েকটি সুপারশপ, রেস্টুরেন্ট ও দোকান ছিলো। দুর্ঘটনার সময় পরিবার নিয়ে অনেকে খেতে গিয়েছিল সেখানে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনের দ্বিতীয় তলায় এসির বিস্ফোরণে হঠাৎ আগুন লেগে যায়। দ্রুত তা ছড়িয়ে গেলে সেসময় এর ভেতরে আটকা পড়ে অনেকে। এতেই মৃত্যু হয় তাদের। দুর্ঘটনার মাত্র পাঁচ দিন আগে উদ্বোধন করা হয় এই মলটি।

আগুনে গুরুতর দগ্ধদের কুট শহর থেকে ১৬০ কিলোমিটার দূরে বাগদাদ শহরে চিকিৎসার জন্য পাঠানো হয়। প্রাদেশিক সরকার মোহাম্মদ আল-মিয়াহি জানান, এ ঘটনায় তদন্ত চলছে। ৪৮ ঘণ্টার মধ্যে এর প্রতিবেদন দাখিল করা হবে। এছাড়াও শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলার বিষয়টিও নিশ্চিত করেন তিনি।

ইরাকের আগুনের এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক জানিয়েছে দেশটির সরকার।

এসএস