গাজায় অভিযান বাড়লে পরিণতি ‘বিপর্যয়কর’ হবে: জাতিসংঘ

জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল মিরস্লাভ জেনকা
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

গাজায় ইসরাইলের সামরিক অভিযান সম্প্রসারিত হলে ‘বিপর্যয়কর পরিণতির’ বিষয়ে সতর্ক করেছেন জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তা। আজ (বুধবার, ৬ আগস্ট) নিরাপত্তা পরিষদের সভায় জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল মিরস্লাভ জেনকা বলেছেন, আন্তর্জাতিক আইনের আওতায় গাজা ‘ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ ও তা হয়েই থাকবে’।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার পুরোটাই দখল করতে চাইছেন বলে ইসরাইলি সংবাদমাধ্যমে খবর আসার পর এমন সতর্কতা এলো।

ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা আগামীকাল (বৃহস্পতিবার, ৭ আগস্ট) বৈঠকে বসবে। এ ধরনের কার্যক্রমের জন্য এ মন্ত্রিসভার অনুমোদনের প্রয়োজন হবে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎয বলেছেন ইসরাইলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করবে।

এর আগে আইডিএফ প্রধান ইয়াল জামির গাজার পূর্ণাঙ্গ দখলের পরিকল্পনার বিরোধিতা করছেন বলে দেশটির সংবাদমাধ্যমে খবর এসেছে।

প্রতিরক্ষামন্ত্রী বলছেন, ইসরাইলের রাজনীতিকরা সিদ্ধান্ত নেয় এবং আইডিএফ তা বাস্তবায়ন করে পেশাদারিত্বের সাথে। ওদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯৩-এ দাঁড়িয়েছে।

এসএস