নাসার সর্বোচ্চ প্রশাসনিক পদে পরিবর্তন আনার পরিকল্পনা ট্রাম্পের

জারেড আইজ্যাকম্যান, ডোনাল্ড ট্রাম্প
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সর্বোচ্চ প্রশাসনিক পদে পরিবর্তন আনার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল (শনিবার, ৩১ মে) হোয়াইট হাউজ আরো জানিয়েছে, এই পদের জন্য প্রাথমিকভাবে জারেড আইজ্যাকম্যানকে মনোনীত করা হলেও, তাকে সরে যেতে বলা হয়েছে।

বিলিওনেয়ার জারেড আইজ্যাকম্যান মূলত পেশায় একজন পাইলট। ২০১০ সালে প্রতারণা মামলায় গ্রেপ্তার হতে হয়েছিল তাকে।

হোয়াইট মুখপাত্র রয়টার্সকে নিশ্চিত করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাস করেন এমন একজনকেই নাসার পরিচালক পদে নিয়োগ দেয়া হবে। ডোনাল্ড ট্রাম্প নিজে সেই ঘোষণা দেবেন।

২০২৫ এর জানুয়ারি থেকে নাসার ভারপ্রাপ্ত পরিচালক পদে দায়িত্ব পালন করছেন জ্যানেট পেত্রো।

এসএস